রাজধানীতে বাম জোটের ঢিলেঢালা হরতাল, যান চলাচল স্বাভাবিক

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল করেছেন। সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, আজিমপুর, জিরো পয়েন্ট, প্রেসক্লাব, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় স্বাভাবিকভাবে চলছে যানবাহন।

আরো পড়ুন :
রাণীশংকৈলে ইএসডিওর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে ৩০০ পিস ট্যাম্পন্ডল ট্যাবলেটসহ আটক ১

এদিকে, বিএনপিও এ হরতালকে সমর্থন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে গতকাল রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সব শ্রেণির মানুষকে অর্ধদিবস হারতাল পালনের আহ্বান জানান নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। হরতালের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হবে বলে নেতারা জানান।

আগস্ট ২৫,২০২২ at ১০:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /ভর /শই