আত্রাইয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রি করায় দুই ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার জাতাআমরুল বাজারে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম বলেন, কিছু অসাধু ডিলার সার বিক্রয়ে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার জাতআমরুল বাজার বটতলী ঘাটে মেসার্স সুমি এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং জাতাআমরুল বাজারের আহসানগঞ্জ হাই স্কুল গেট সংলগ্ন মেসার্স নজরুল ইসলাম বি,সি,আই,সি অনুমোদিত সার ডিলার নজরুল ইসলামকে ৫ হাজার টাকা‌ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার সহ থানা ফোর্স অবস্থিত ছিলেন।

আগস্ট ২৪,২০২২ at ২০:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /রন /শই