শিবগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ মহাস্থান হাটে বিক্রি করার সময় ৪০ কেজি মাছ জব্দ, ভ্রাম্যমান আদলতে অর্থদন্ড করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন :
অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য

তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম এর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র উপস্থিতিতে ২টি এতিম খানায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, ক্ষেত্রে সহকারী মাহমুদুল নবী স্বপন, শাহজাহান সিরাজ প্রমুখ।

এব্যাপারে মৎস্য কর্মকর্তা বলেন, দেশীয় প্রজাতির ছোট মাছ খেয়ে ফেলার কারণে পিরানহা মাছ চাষ করা নিষিদ্ধ করেছে সরকার।

আগস্ট ২৪,২০২২ at ১৬:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সজ /শই