রাঙামাটিতে পহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ৬

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার লংগদুতে আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে দিকে লংগদুর দুর্গম কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছয়জন কর্মী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের মুখপাত্র।

আরো পড়ুন :
ঝাড়ুদার লিয়াকত দুর্নীতি করে হলেন কোটিপতি
শেখ হাসিনার দিল্লি সফরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে

এলাকাটি দুর্গম হওয়ার কারণে বুধবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তবে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট্রের (ইউপিডিএফ) সংগঠক অঙ্গ মারমা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করছেন।

আগস্ট ২৪,২০২২ at ১২:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /যন/শই