আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগের বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান গুরুতর আহত হন।

সম্মিলিত সামরিক হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরো পড়ুন :
সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে
ভয়ংকর সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ১০

২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন আইভি রহমান। দলের নারী কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চের সামনের দিকে বসে ছিলেন।

ভয়াল গ্রেনেড হামলায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আগস্ট ২৪,২০২২ at ১১:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /দেপ /শই