সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার কমিশনের সভা করে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এখন ইসির কাছে এক লাখ ৫০ হাজার ইভিএম আছে। এগুলো দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে ভোট নেওয়া যাবে।

আরো পড়ুন :
ভয়ংকর সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ১০
ব্ল্যাকমেইলিং ও পর্ণোগ্রাফির অভিযোগে ২ নারীসহ গ্রেফতার ৭

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে অনূর্ধ্ব ১৫০টি আসনে ইভিএমে নির্বাচন করবে।’ তিনি বলেন, ‘আমরা তো বলিনি ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। অনধিক ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছি। এক্ষেত্রে দরকার হলে ইভিএম ক্রয় করতে হবে। সেক্ষেত্রে প্রকিউরমেন্টে (কেনার প্রক্রিয়ায়) যাব। আমরা এখন থেকে এ উদ্যোগ নেব।’ এনিয়ে গত ৩ দিনে ইভিএম ব্যবহার নিয়ে ইসি থেকে একাধিক বক্তব্য এলো।

রোববার নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছিলেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে।

আগস্ট ২৪,২০২২ at ১০:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই