সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে বিজিবি’র ল্যান্স নায়েক নিহত

ভোলার ইলিশায় সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষে ইসমাইল (২৫) নামের এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮ টার দিকে ভোলা-লক্ষিপুর আঞ্চলিক মহাসড়কের লিটন মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে। সে খাগড়াছড়ি বিজিবির ল্যান্স নায়েক ছিলেন। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।

আরো পড়ুন :
পাঁচ দিনেও সন্ধান মেলেনি দুই ট্রলার ও ১৭ জেলের, স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠায়

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলী নামক জায়গা যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইসমাইল নামে এক বিজিবি সদস্য নিহত হয় এবং আরো তিনজন আহত হয়েছে।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম আজম বলেন, নিহত বিজিবি’র ল্যান্স নায়েকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটত ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে।

আগস্ট ২৪,২০২২ at ১০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /কজ /শই