জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ কার্যক্রম ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার ২৩ আগস্ট বিকালে পৌরশহরের দি সান রাইজ কিন্ডার গার্টেন স্কুল হল রুমে প্রশিক্ষণ কর্মকর্তা আলাউদ্দিনের সভাপিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠাকুরগাঁওয়ের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সেলিনা জাহান লিটা।

আরো পড়ুন :
রিজিওনাল সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম উদ্বোধন করলো হুয়াওয়ে

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাণীশংকৈল পৌর মেয়র ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও সাংবাদিক হুমায়ুন কবির, বিভিন্ন ট্রেনারবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা ৬ টি ট্রেডে ৩৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ৪০ দিনের ৬০০০ এবং ৮০ দিনের প্রশিক্ষণার্থীদের ১২০০০ টাকা করে ভাতা প্রদান করেন।

আগস্ট ২৩,২০২২ at ২০:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /হুক /শই