জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড বিতরণ

গাজীপুরের কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ইং উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ, স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাসষ্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ, স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসসাদিকজামান।

আরো পড়ুন :
শিক্ষার্থীদের নিয়ে সঃ পুলিশ সুপারের সচেতনতামূলক আলোচনা

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম খান সহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগস্ট ২৩,২০২২ at ১৯:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মদ /শই