রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করলেন বিশেষ প্রতিনিধি দল

বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি তদারকির জন্য একটি বিশেষ প্রতিনিধি দল সরেজমিনে প্রকল্পটি পরিদর্শন করেছেন।

সোমবার (২২ শে আগস্ট) বিকাল ৫ টায় বাংলাদেশ সরকারের মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল প্রকল্পটি পরিদর্শন করেন।

এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ড. আব্দুস শহীদ,
রাজশাহী-২ আসনে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদেরর কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন প্রমুখ।

পরে প্রকল্পের আবাসিক এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতির পাশাপাশি ঈশ্বরদী বিমানবন্দর পূনরায় চালু ও ঈশ্বরদীতে উন্নয়ন মুলক বিভিন্ন কাজের বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।

আগস্ট ২৩,২০২২ at ১১:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /মন /শই