সালমান শাহর সিলেটে আমার বেড়ে ওঠা: শরীফুল রাজ

সিলেট শহরে স্কুল ও কলেজ জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রায়ই আব্বু আমাকে নিয়ে মাজারে যেতেন। সেখানে সালমান শাহের কবর দেখতাম। স্কুলে যাওয়ার সময় সালমান শাহের বাড়ির সামনে দিয়ে যেতাম। এসব আমাকে অনুপ্রাণিত করেছে।

চিত্রনায়ক শরীফুল রাজ বলেন, ‘সিলেটের সিনেমা হলগুলোতেও আমি প্রচুর সিনেমা দেখেছি। নিজে টিকিট কেটে সিনেমা দেখতাম। একটা সময়, আমার জানামতে, এখানে ১৫-১৬টা হল ছিল। এখন অনেকগুলোই নেই। তবে এই সিনেপ্লেক্স উদ্বোধনের পর থেকেই ভেবেছি, আসব। এখানে দ্বিতীয় সপ্তাহের মতো এখন “পরাণ” চলছে। “হাওয়া”ও ভালো চলেছে। নিজের শহরে সেটা দেখার তাড়না থেকেই সিলেটে আসা।’

শরীফুল রাজ সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে নিজেকে ‘ডিরেক্টর ডিপেনডেন্ট আর্টিস্ট’ দাবি করে বলেন, ‘আমি সিলেটে আসি ২০০২-০৪ সালের দিকে। এইডেড স্কুল, মদনমোহন কলেজে আমি পড়েছি। সিলেট আমার প্রিয় শহর। কালচারালি সিলেট অনেক স্ট্রং। সিলেট শহরটা আমার কাছে স্মৃতিবিজড়িত শহর।’

আগস্ট ২৩,২০২২ at ১০:১০:০০ (GMT+06)
দেশদর্পণ /আক /সয় /শই