যশোরে পাঁচ শতাধিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করলেন মিন্টু

যশোরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ বিতরণ করেছেন। সোমবার (২২ আগস্ট) শহরের আশ্রম রোড়ে এ আয়োজন করেন।

সমগ্র আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু।

আরো পড়ুন :
যশোর সদর হাসপাতালে পোশাক উপহার দিল রোগী কল্যাণ সমিতি
ভোলায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

৭ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক কামাল হোসেন তুহিনের সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গ্রন্থ ও পাঠাগার সম্পাদক মঈন উদ্দিনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সভাপতি কেরামত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মীর আজাদ ও পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন।

বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা রেজনুর প্রিন্স, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চলচিত্র সম্পাদক সোহেল ইরফান, প্রচার সম্পাদক কামরুজ্জামান বিপ্লব ও ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করেন মেহেদী হাসান মিন্টু।

আগষ্ট ২২,২০২২ at ২০:৩১ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই