পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগে, জরিমানা আদায়

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের ২য় গেইটের সামনের চাল ব্যবসায়ী রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা এবং যশোর-চৌগাছা সড়কের খোর্দ্দ সিংহঝুলী এলাকায় এবি এগ্রো ফুডস নামে এক রাইস প্রসেসিং মিলের ব্যবস্থাপক শাহিদুজ্জামানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন :
শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে ২ দিন
ভোলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।

ইউএনও বলেন, পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারায় তাদের জরিমানা করা হয়েছে।তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগষ্ট ২২,২০২২ at ১৯:৪৬ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/শই