বার্সেলোনার সভাপতি মেসিকে ফেরানোর কথা বল্লেন

এক বছর পিএসজিতে লিওনেল মেসির চুক্তির বাকি আছে । ঠিক এমনই সময়ে তার সাবেক ক্লাব বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা, সাবেক সতীর্থ ও বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ মেসিকে ফেরানোর আশা ব্যক্ত করেন। এরপর থেকেই আর্জেন্টাইন মহাতারকার বার্সায় ফেরার গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠতে থাকে।

সেই গুঞ্জনটা সম্প্রতি বাড়ল আরও। শোনা যাচ্ছে, সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গে বার্সেলোনার সম্পর্ক দিনে দিনে ভালোর দিকেই যাচ্ছে। যার ফলে আগামী গ্রীষ্মে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা এখন খুবই জোরালো হয়ে উঠছে। সম্প্রতি এই খবর দিয়েছেন ইএসপিএনের সাংবাদিক গেমা সোলের।

আরো পড়ুন :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত
খাদ্য বান্ধব কর্মসূচীর উপকারভোগীদের অনলাইন করার নামে টাকা নেওয়ার অভিযোাগ

কাতালানরা কেবল মুখে মুখেই তাকে ফেরানোর কথা বলছে, বিষয়টা মোটেও এমন নয়। তাকে ফেরাতে তার সঙ্গে সম্পর্ক ভালো করার কাজেও নেমে পড়েছে দলটি। গেল গ্রীষ্মে বার্সা ছাড়ার পর ক্লাব সভাপতির বেশ কিছু কথায় মেসি ব্যথিত হয়েছিলেন বলে গুঞ্জন আছে।

এখন গেমা সোলেরের বিশ্বাস, বার্সার চেষ্টার ফলে মেসির সঙ্গে তাদের সম্পর্কে দারুণ উন্নতিই এসেছে। এরই ফলে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

আগষ্ট ১৮,২০২২ at ১৬:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভর/শই