উত্তরায় গার্ডার দুর্ঘটনা: সেদিন ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী

উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ক্রেন থেকে বক্স গার্ডার ছিটকে প্রাইভেট কারকে চাপা দেয়ার সময় সেদিন ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী মো. রাকিব। আর বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন মূল চালক আল আমিন। র‍্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
উত্তরা থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার গ্রেফতার ২
সাত বছর পর নিউজিল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

র‍্যাব কর্মকর্তা জানিয়েছেন, ক্রেনের মূল অপারেটর আল আমিনের হালকা গাড়ি চালানোর অনুমোদন থাকলেও ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। ২০১৬ সালে ক্রেন চালনার প্রশিক্ষণ নিয়ে ২-৩টি নির্মাণ প্রকল্পে কাজ করার পর ২০২২ সালের মে মাসে বিআরটি প্রকল্পে ক্রেন অপারেটর হিসেবে কাজ শুরু করেন।

আগষ্ট ১৮,২০২২ at ১৩:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই