যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ইমারত খন্দকার ইন্তেকাল করেছেন : দাফন সম্পন্ন

যশোরের বিখ্যাত নেওয়াজ বিস্কুট কোম্পানির মালিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার ইমারত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। মঙ্গলবার দিনগত রাতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। এদিন দুপুরে শহরের নীলগঞ্জ মসজিদে তার নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে কারবালায় দাফন করা হয়।

আরো পড়ুন :
কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
জবিতে নীলদলের সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

জানাজায় শহরের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে মিঠু খন্দকার যশোর জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী।

মেঝ ছেলে খন্দকার মারুফ হোসেন ইকবাল যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান সিটি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আগষ্ট ১৭,২০২২ at ১৯:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই