মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচি ‘ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর’ এখন নড়াইলে

মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা বিষয়ক কর্মসূচির আওতায় ‘ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর’ এখন নড়াইলে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ” শীর্ষক কর্মসূচির আওতায় জেলার নির্বাচিত ১৪টি কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলে এ ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আল জামিয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসা, নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লাহুড়িয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা, বরাশোলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমী, মনোরজ্ঞন কাপুড়িয়া কলেজ, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় এবং বরাশোলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট উচ্চ বিদ্যালয় ।

আরো পড়ুন :
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথ সভা
চৌগাছায় পচা,বাসি মাংসে রং মিশিয়ে তাজা,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ জানান,বুধবার (১৭ আগস্ট) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন শুরু হয়েছে। আগামি ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ প্রদর্শন চলবে।

তিনি বলেন এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ঘটনা প্রত্যক্ষদর্শীর ভাষ্য বিবরণী লিখে আমাদের কাছে পাঠাবে। আমরা বাছাইকৃত লেখা নাম সংবলিত সংগ্রাহক তালিকা ম্যাগাজিনের মাধ্যমে প্রকাশ করেবা। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও অন্যদের জানাতে উদ্যোগি হবে এবং উৎসাহ যোগাবে। এর ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাবে।

আগষ্ট ১৭,২০২২ at ১৯:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শভ/শই