তেলের দাম আবারও কমল

প্রফাইল ছবি প্রতীকী

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের আমদানিকারক চীনের চাহিদা কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। সোমবার (১৫ আগস্ট) প্রতি ব্যারেল তেলের দাম ৩ ডলারেরও বেশি কমেছে।

আরো পড়ুন :
ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত
রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

দাম ৩ দশমিক ৪৯ ডলার বা ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩ দশমিক ৩২ ডলার বা ৩ দশমিক ৬১ শতাংশ কমে ৮৮ দশমিক ৭৭ ডলারে নেমেছে।

বিশ্লেষকরা বলছেন, যদি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার প্রস্তাব গ্রহণ করে, সেক্ষেত্রে জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে। কারণ এতে ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠে যাবে।

আগষ্ট ১৫,২০২২ at ১৯:৩৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সয়/শই