ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত

সোমবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি (৭৬ তম স্বাধীনতা দিবস) পালন করছে। নবম বার লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের দিন দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু এ বারের বক্তৃতা শুরু থেকেই ছিল একটু অন্য রকম।

আরো পড়ুন:
রাণীশংকৈলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

চকবাজারে পলিথিন করখানার পোড়া ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার

৭৬ তম স্বাধীনতা দিবসে মোদীকে দেখা গেল তা ছেড়ে কাগজে লেখা নোটে ফিরতে। ঠিক যেমনটা তাঁকে দেখা যেত গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার পরও তাঁকে কাগজে লেখা নোট নিয়েই ভাষণ দিতে দেখা যেত। কিন্তু সাম্প্রতিক কালে টেলিপ্রম্পটার ব্যবহার করতেই স্বচ্ছন্দ হন তিনি।

দেশের ৭৬ তম স্বাধীনতা দিবসের দিন সকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশ কৃতজ্ঞ গাঁধীজি, ভগৎ সিংহ, রাজগুরু, রামপ্রসাদ বিসমিল, রানি লক্ষ্মীবাই, সুভাষচন্দ্র বসু-সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীর কাছে, যাঁরা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন।

আগষ্ট ১৫,২০২২ at ১৮:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আন/শই