চকবাজারে পলিথিন করখানার পোড়া ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার

চকবাজারে আগুনের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরো পড়ুন :
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত
মেট্রোরেলের গার্ডার ভেঙে শিশুসহ চার যাত্রী নিহত

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, ‌এখন পর্যন্ত আমরা ভবনের দুই তলা, তিন তলা ও চার তলায় অনুসন্ধান করে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ভবনের বিভিন্ন রুমে অনুসন্ধান চালানো হচ্ছে।

মো. আব্দুল্লাহ বলেন, মো. বিল্লাল (৩৩) নামে তার দুলাভাইও নিখোঁজ। বরিশাল হোটেলে তিনিও কাজ করতেন। গত রাতে নাইট ডিউটি করে দিনে ওই ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন তিনি। আগুন লাগার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

আগষ্ট ১৫,২০২২ at ১৮:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢক/শই