কাজিপুর সরকারি এম মনসুর আলী কলেজে জাতীয় শোক দিবস পালন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে পালন করে কাজিপুর সরকারি এম মনসুর আলী কলেজ কর্তৃপক্ষ। ১৫ আগষ্ট সোমবার শোক দিবসে সকাল দশটায় বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং ইতিহাস বিভাগের প্রভাষক শিবু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।

আরো পড়ুন :
তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে
জয়পুরহাটে মুক্তিযোদ্ধা সন্তানদের শোক দিবস পালন

বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, সরকারি এম মনসুর আলী কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত শিক্ষক ও ছাত্রীদের মাঝ থেকে শোক দিবসের আলোকে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে, স্বরচিত কবিতা, গান ও বক্তব্য রাখেন। পরিশেষে ১৫ আগষ্টে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আগষ্ট ১৫,২০২২ at ১৭:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সন/শই