তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে

বরগুনার তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত করছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ। এরপর সকাল সাড়ে ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর দোয়া অনুষ্ঠান, র‌্যালি জাতির পিতাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা ও বঙ্গবন্ধু উপজেলা পাঠাগারের উদ্বোধন করা হয়।

আরো পড়ুন :

মানবিক উন্নয়ন কেন্দ্র যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাতবার্ষিকী পালিত
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, উপজেলা নির্বাহী অফিসার. এস.এম.সাদিক তানভীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু.তৌফিকুজ্জামান তনু, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোসেন তপু, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্য তালতলী প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো.হাইরাজ মাঝি সহ
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আগষ্ট ১৫,২০২২ at ১৭:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিন/শই