বেশি দামে সার বিক্রি, ডিলারসহ দুই দোকানির কাছ থেকে জরিমানা আদায়

যশোরের চৌগাছায় বেশি দামে সার বিক্রি এবং বেআইনিভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক বিসিআইসি সার ডিলারসহ দুই দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে।

আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসসহ কৃষি কর্মকর্তারা এবং চৌগাছা থানার উপ-পরিদর্শক বিপ্লব সরকারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।

আদালত সূত্র জানায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, বেআইনিভাবে সার মজুদ ও বিক্রি করায় চৌগাছা সদর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার রাণী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও চৌগাছা বাজারের লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতা দীপু এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক গুঞ্জন বিশ্বাস বলেন, কৃষকের ন্যায্যমুল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

অগাস্ট ১৪,২০২২ at ২০:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি