গণমাধ্যমকর্মীরা বিড়ম্বনায় ফেলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ “সুখে আছেন”, “বেহেশতে আছেন” এমন বক্তব্য দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি। ভাইরাল বক্ত‌ব্যের প‌রি‌প্রেক্ষি‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব‌লে‌ছেন, ‘আপনারা সবাই আমারে খাইয়া (খেয়ে) ফেললেন’। রোববার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. মোমেন।

আরো পড়ুন :
ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করতে পাতিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

মো‌মেন ব‌লেন, ‘আমরা অনেকের চেয়ে ভালো আছি। বলতে পারেন বেহেশতে আছি। এ কথা বলার পর আর যায় কোথায়! সবাই আমারে এক্কেরে….আমি তো ট্রু সেন্সে বেহশত বলিনি। কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খাইয়া ফেললেন।

আগস্ট ১৪,২০২২ at ২০:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ঢক/শই