তালতলীতে কোভিড ১৯ প্রতিরোধে টাউনহল মিটিং অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। রবিবার (১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় তালতলী উপজেলা পরিষদের পায়রা মিলনায়তনে ইউনিসেফএর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের বরগুনা জেলা সমন্বয়কারী মো. সজিব হোসেন এর সঞ্চালনায় ডাক্তার সাইয়েদিন হাসান সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা সুলতানা, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু প্রমূখ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ এবং সাংবাদিকগন সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই দি হাঙ্গার প্রজেক্টকে প্রশংসা করেন এমন মহৎ কাজ করার জন্য। হাঙ্গার প্রজেক্টের নানা কার্যক্রমে পাশে থাকবেন বলে সবাই আশ্বস্তও করেন।

অগাস্ট ১৪,২০২২ at ১৭:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি