জিম্বাবোয়ে সফরে যাননি কোহলী, হতাস সিকন্দার রাজা

ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়ে সফরেও যাননি কোহলী। সেটাই আক্ষেপ জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দার রাজার। কারণ, সামনে থেকে কোহলীর খেলা দেখতে পাবেন না তাঁরা। রাজার মতে, গত এক দশক ধরে কোহলী সব ধরনের ক্রিকেটেই সব থেকে ধারাবাহিক ব্যাটার।

আরো পড়ুন :
সুইস রাষ্ট্রদূতের বক্তব্য বিব্রতকর ও নিন্দনীয়: হাইকোর্ট
আবারও জেরুজালেমে বন্দুক হামলা আহত ৮ জন

 

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত কি না, তা নিয়েও চলছে বিতর্ক। রাজা বলেছেন, ‘‘ক্রিকেট ফিটনেস এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে। সেই ফিটনেসকেই কোহলী এমন পর্যায় নিয়ে গিয়েছে যে তরুণরা এখন ওকেই অনুসরণ করে। ওর ফিটনেস দুর্দান্ত। এটার জন্য সকলের উচিত কোহলীকে কৃতিত্ব দেওয়া। আমার মতে কোহলী সব ধরনের ক্রিকেটের জন্যই উপযুক্ত। পরিসংখ্যানের কথা বলছি না।

আগষ্ট ১৪,২০২২ at ১৪:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আন/শই