বদলগাছীতে ডাবল সেঞ্চুরি পার করেছে কাঁচা মরিচের দাম

নওগাঁর বদলগাছীতে মাত্র ৪ দিনের ব্যবধানে ডাবল সেঞ্চুরি পার করেছে কাঁচা মরিচের দাম। উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা দামে। ৪ দিন আগেও কাঁচা মরিচ এর কেজি ছিল ১২০ থেকে ১৬০ টাকা। কাঁচা মরিচেন দাম বৃদ্ধির কারণে কেনা অসম্ভব হয়ে পড়েছে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষের ।

শনিবার বদলগাছী সদর হাট ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ কোথাও বিক্রি হচ্ছে ২৪০ টাকা আবার কোথাও বিক্রি হচ্ছে ২৬০ টাকা আবার কোথাও ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই উপজেলার হাট- বাজারগুলোতে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাজার করতে আসা আধাইপুর ইউনিয়নের রকিব বলেন, দুই /তিন সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা দরে ।

আরো পড়ুন:
থাইল্যান্ডের রাষ্ট্রদূতের ঝালকাঠি পেয়ারা বাগান পরিদর্শন
কলেজ ছাত্রকে বিয়ে করে আলোচিত সেই শিক্ষিকার মরদেহ উদ্ধার

বদলগাছী বাজারের সবজি দোকানি মাসুদ, রায়হান ও হাসান বলেন, হাটবাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে। উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, প্রথম দিকে তিব্র খড়ার কারণে কৃষকদের রোপণকৃত কাঁচা মরিচের গাছ বেশির ভাগ নষ্ট হয়েগেছে।

তাই বাজারে চাহিদা অনুযায়ী কাঁচা মরিচ আমদানী কম হওয়ায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। উৎপান বৃদ্ধি পেলে
দাম কমে যাবে।

আগস্ট ১৪,২০২২ at ১২:০৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/এসএম