নাফনদীতে বিজিপি”র নামে টোকেন বানিজ্য

নাফ নদীতে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও স্থানভেদে জাল ফেলে মাছ শিকার করছে বেশ কয়েকটি চক্র। নদীপারের সাধারণ জেলেরা নৌকা নিয়ে মাছ শিকার করতে না পারলেও কিছু কিছু নৌকা ও বিহিঙ্গি জাল নাফ নদীর কায়ুকখালী খালের মোহনা, জালিয়া পাড়ার ১ নং স্লুইসগেট, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকার নাফ নদীতে দেখা মিলছে প্রতিনিয়ত ছোট ছোট নৌকা ও বিহিঙ্গি জাল।

খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফ পৌর এলাকার রুহুল আমিনের ছেলে ছৈয়দ আলম, আলী হোসেনের ছেলে এমদাদ হোসেন, শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার ছৈয়দ আলম, আবুল কালামসহ বেশ কয়েকটি সিন্ডিকেট কৌশলে নাফনদীতে নৌকা নামিয়ে জাল ফেলছে। তারা মাছ শিকারের চেয়ে মিয়ানমারের ওপারে গিয়ে মূলত মাদক ও মানব পাচার কাজ করছে এমন অভিযোগ করছে স্হানীয় অনেকে।

শুধু তাই নয়, নাফনদীতে যাতে প্রশাসনিক হয়রানির শিকার না হয় সে জন্য চালু করা হয়েছে টোকেন প্রথা। বাংলাদেশ সীমান্তে কোস্ট গার্ড, বিজিবি, নৌ পুলিশের এবং মিয়ানমার সীমান্তে গেলে মিয়ানমার বিজিপি ” যাতে কোন ডিস্টার্ব না করে সে জন্য মাসিক টোকেন সরবরাহ করে থাকে এসব চক্র। এসব টোকেন পেতে প্রতি জাল- নৌকার জন্য ৯ থেকে ১২ হাজার টাকা গুনতে হয়।

অনুসন্ধানে আরো জানা যায়, ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচার রোধ কল্পে এ সময় সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকার নাফনদীতে মাছ শিকার বন্ধ করে দেয়। এরপর থেকে এ পর্যন্ত নাফনদীতে নৌকা নামিয়ে জাল ফেলে মাছ শিকার বন্ধ রয়েছে। এতে করে নদী পারের হাজারো জেলে পরিবার চরমভাবে দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু বেশ কিছু দিন থেকে বেশ কয়েকটি সিন্ডিকেট কৌশলে নাফনদীতে নৌকা নামিয়ে জাল ফেলে মাছ শিকার চালু করেছে।

আরো পড়ুন:
মদনে আর্ন্তজাতিক যুব দিবস পালিত
মতলব উত্তরে ৩৮শ’ লিটার চোরাই ডিজেল জব্দ

এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র এসব কি ভাবে চলছে। তাদের অবৈধ কাজের লাগাম ধরবে কে? বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফে স্টেশন কমান্ডার লে: কমান্ডার আশিক আহমেদ (ট্যাজ) বিএন বলেন,” নাফনদীতে সরকারি আদেশের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া হবে না।হয়তো দূর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে নাফনদীসহ উপকূলে কিছু অসাধু চক্র অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্হা নেওয়ার জন্য কোস্ট গার্ড সজাগ রয়েছে বলেও জানান তিনি।

আগষ্ট ১২,২০২২ at ১৬:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ দেপ/এসএম