টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন

“সেবাই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’র প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টঙ্গী উত্তর আরিচপুর হাফিস উদ্দিন বেপারী রোডে সংগঠনের নিজ কার্যলয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সারোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভূঁইয়া, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দৈনিক ইত্তেফাকের টঙ্গী প্রতিনিধি কাজী রফিক, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা অমল ঘোষ, উপদেষ্টা মো. খোরশেদ আলম, টঙ্গী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী থানা প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোছা. শামীমা খানম বেবি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ সরকার, কার্যনির্বাহী সদস্য মো, দেলোয়ার হোসেন, সদস্য জাহাঙ্গীর মোল্লা, আরটিভির টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেক, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফুজ্জামান চৌধুরী, দৈনিক বাংলাদেশ বুলেটিন টঙ্গী প্রতিনিধি বি এ রায়হান, ইনফো টিভির ব্যবস্থাপনা পরিচালক। মো. আওলাদ হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর টঙ্গী প্রতিনিধি রবিউল ইসলাম, সাংবাদিক মোস্তফা, কেয়া মনির প্রমুখ।

অগাস্ট ১১,২০২২ at ২২:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রাহা/রারি