যশোর, খুলনা অঞ্চলসহ ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত

যশোর, খুলনা অঞ্চলসহ ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। যশোর অঞ্চলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্প শুরু হওয়ামাত্র গুগলের অপারেটিং সিস্টেম এন্ডয়েড ফোনে একর্টি এলার্ট চলে আসে।

গুগলের তথ্য থেকে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল যশোরের চৌগাছা। যা ভারতের পশ্চিমবঙ্গসহ যশোর, খুলনা অঞ্চলে অনুভুত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টা ২৯ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। যশোর, খুলনা, ঝিনাইদহ ও কলকাতায় এর প্রভাব পড়ে। তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

যশোর আবহাওয়া অফিস জানান, ভূমিকম্পের খবর আমরাও পেয়েছি মোবাইলে এলার্টের মাধ্যমে। এ বিষযে আমরা জানার চেষ্টা করছি।

আগষ্ট ১১,২০২২ at ১৮:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম