কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে (৮ আগষ্ঠ) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। এছাড়াও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন কাহালু উপজেলা পরিষদ, বীরমুক্তিযোদ্ধা সংসদ, কাহালু উপজেলা আওয়ামীলীগ, কাহালু পৌরসভা ও কাহালু থানা।

আরো পড়ুন :
মনিহার সিনেমাহল আবারও ফিরে পেল পুরানো জৈবন
রাণীশংকৈলে বঙ্গমাতা’র ৯২ তম জন্মবার্ষিকী পালিত

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্যা ও পরিবাব পরিকল্পনা অফিসার ডাঃ হাসান আলী মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহবুব হাসান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার ধীমান ভূষন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাঞ্জিমা আখতার, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, প্রভাষক মামুনুর রশিদ, কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, কাহালু প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

পুষ্পমাল্য অর্পণ শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনূষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতান।

আলোচনা সভা শেষে কাহালু উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ২৩ জন দুস্থদের মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওঃ আব্দুল্লাহ আল গালিব।

আগষ্ট ০৮,২০২২ at ১৭:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাবু/শই