যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত

‘যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের আওতাভুক্ত সকল ইউনিটে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইসাথে সংগঠনের গঠনতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনকে আরো সুসংহত করার সিদ্ধান্ত নেয়া হয়। সেইজন্য দলের মধ্যে ষড়যন্ত্রকারী শক্তভাবে প্রতিরোধ করার প্রস্তুতি নেয়া হয়। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শ্রমিকলীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্তও নেয়া হয়।’ রবিবার (৭ আগস্ট) যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের জরুরী বর্ধিতসভা থেকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আজিজুল আলম মিন্টু, সহ-সভাপতি রাহেদুল ইসলাম, সহ-সভাপতি মোর্ত্তজা হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন সিদ্দিকী সিরু, সদস্য সেলিম রেজা মিঠু, যশোর সদর উপজেলা শাখা আহবায়ক আবুল কাশেম, শহর শাখা আহবায়ক হারুন অর রশিদ ফুলু, যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন, শিক্ষাবোর্ড শাখা সাধারণ সম্পাদক রাকিব হাসান, চৌগাছা শাখা আহবায়ক মোশাররফ হোসেন, চৌগাছা পৌর শাখা আহবায়ক আমিনুর রহমান আমিন, ঝিকরগাছা পৌর শাখা আহবায়ক আব্দুল মালেক গাজী, কেশবপুর শাখা আহবায়ক উত্তম কুমার বসু, কেশবপুর পৌর শাখা আহবায়ক সরোয়ার খান টিক্কা, মণিরামপুর শাখা আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা পৌর শাখা আহবায়ক মুনসুর আলী, শার্শা শাখা আহবায়ক কুরবান আলী, বেনাপোল শাখা আহবায়ক নজরুল ইসলাম ও ঢালাই শ্রমিকলীগের সভাপতি মহাতাফ হোসেন। এ সময় জেলা জাতীয় শ্রমিকলীগের জেলা, সকল উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আরো জানান, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে শ্রমিকলীগের শক্তিশালী অবস্থান সৃষ্টি করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায় থেকে শুরু সকল ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। সেইলক্ষ্যকে সামনে নেতাকর্মীদের আরো সাংগঠনিক হওয়ার তাগিদ দেয়া হয়।’

অগাস্ট ০৭,২০২২ at ২০:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রুআ/রারি