বাংলাদেশ আবারও জয়ে ফিরল দাবা অলিম্পিয়াডে

বাংলাদেশ দাবা অলিম্পিয়াডে ১৯৮৪ সাল থেকে অংশ নিচ্ছে। দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা ছিল দাবা। পরিকল্পনাহীন, নেতৃত্বের সংকটে দাবা কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারেনি। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য ৩৩তম অবস্থান ২০১২ বাকুতে। এর চেয়ে উপরে উঠতে পারেনি। এবার ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠিত হচ্ছে ৪৪তম বিশ্ব দাবা অলিম্পিয়াড।

আরো পড়ুন:
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি: জীবনযাত্রায় চাপ বাড়বে, সর্বত্র ক্ষোভ
সিলেটে সড়ক দুর্ঘটনার হার ৪ দশমিক ৯০ শতাংশ

সপ্তম রাউন্ডে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশের দাবাড়ুরা। বিশ্ব দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের ওপেন বিভাগে বাংলাদেশ রুখে দিয়েছে শক্তিশালী সুইডেনকে। বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে ড্র করেছে সুইডেনের বিপক্ষে।একদিন বিরতির পর ফের শুরু হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৩১ সিডেড সুইডেনের সঙ্গে ২-২ গেম পয়েন্টে কৃতিত্বপূর্ণ ড্র করেছে।

নারী বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫), ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ও নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) যথাক্রমের সিরিয়ার মাহমুদ ওলা (রেটিং-০), আহমেদ মুরাদ ফাতিমা আলজাহরা (রেটিং-১৭৯১) ও নারী ফিদে মাস্টার মাহমুদ রোওলাকে (রেটিং-১৭৬৫) পরাজিত করেন। বাংলাদেশ নারী দলের উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সিরিয়ার খালিল মানারের (রেটিং-১৮৩১) কাছে হেরে যান। নারী দল ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে রয়েছে। অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নারী বিভাগে বাংলাদেশে দল তুরস্কের বিপক্ষে খেলবে।

আগষ্ট ০৭,২০২২ at ১২:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই