পাবনার আমিনপুর থানার পুলিশের আয়োজনে বিট পুলিশিংও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ ই আগস্ট বিকালে পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পাবনা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান উপস্থিত স্কুলের শিক্ষার্থী ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা সুশিক্ষিত ও তোমরা বই বেশি বেশি পড়বে এরং তোমাদের মধ্যে কাউকে বাল্যবিবাহ দিতে না পারে তোমাদের বাবা-মা ও সমাজের সবাইকে সচেতন করতে হবে সেজন্য বাল্যবিবাহের প্রতি খেয়াল রাখবে ।

আরো পড়ুন:
শোক দিবস উপলক্ষে কোটচাঁদপুরে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা
চৌগাছায় শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা, খাদ্য ও বৃক্ষ বিতরণ

এ সময় আরে উপস্থিত ছিলেন সুজানগর আমিনপুরের সার্কেল রবিউল ইসলাম, আমিনপুর থানার (ওসি) রওশন আলী, বিট অফিসার এসআই সুমন, সহ অত্র থানার সকল সদস্যবৃন্দ ও এলাকার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগস্ট ০৭,২০২২ at ১০:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম