বাড়তে পারে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২৯ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বাড়তে পারে বাসভাড়া প্রতি কিলোমিটারে ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এমন ধারণা দেয়া হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া এক টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম লিটার প্রতি ৩৪ টাকা বাড়ানোয় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকার মতো। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৬ দশমিক ২২ শতাংশ।

আরো পড়ুন :
মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার উদ্বোধন
অভয়নগরে মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বর্তমানে সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া দুই টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকা ৪৩ পয়সার মতো।এছাড়া, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে প্রত্যেক যাত্রীর ভাড়া দুই টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৯ দশমিক ১৮ শতাংশ।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে প্রতি লিটারে দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোলে ৪৪ টাকা ও অকটেনে বেড়েছে ৪৬ টাকা। শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

আগষ্ট ০৬,২০২২ at ১৯:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জাআ/শই