মদনে ভ্রাম্যমান আদালতে ছয় প্রতিষ্টানকে জরিমানা

নেত্রকোনার মদন পৌর শহরের ৬টি দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।

আরো পড়ুন :
সিলেটের ওসমানীনগরে এনে গণধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ার মেয়েকে
ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শনিবার (৫ আগস্ট) দুপুরে মদন পৌর সদর এলাকায় লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্টানগুলো হল:- জয় মা মিষ্টান্ন ভান্ডার, কৃষ্ণ কেবিন রেস্টুরেন্ট, শাহজালাল হোটেল, ভাই ভাই হোটেল, মায়ের দোয়া হোটেল ও আমিরুল ইসলামের দোকান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান বলেন, লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ৬ টি প্রতিষ্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রাস্তার জায়গায় দোকানের মালামাল রাখার দায়ে বেশ কয়েকটি দোকান ও মার্কেটের মালিককে সতর্ক করা হয়েছে।

আগষ্ট ০৬,২০২২ at ১৬:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই