নানা আয়োজনে কোটচাঁদপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র জাহিদ হোসেন, ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক সহ উপজেলার কর্মকর্তা-কর্মচারি। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্র। এসময় তার সংক্ষিপ্ত জীবনের চারণ করা হয়।

অগাস্ট ০৫,২০২২ at ১৮:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি