জাবিতে দুর্বৃত্তদের হামলার শিকার ছাত্র অধিকারের আরিফ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আরিফুল ইসলাম আদীবের উপরে দুর্বৃত্তরা হামলা করেছে। সাংগঠনিকভাবে আরিফ ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার হামলার বিচার দাবি ও নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করেছেন আরিফ।

আবেদনপত্রে আরিফুল উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম ও তার একাডেমিক কাজে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছিলেন। সন্ধ্যা ৮ টায় ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের ওভার ব্রিজে অন্ধকারে অতর্কিত হামলা করেন সন্ত্রাসীরা এবং ছাত্র অধিকার পরিষদের ব্যানার গুলো ছিঁড়ে ফেলে।’

হামলাকারীরা “মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম” নামক ভূঁইফোড় সংগঠনের সাথে জড়িত বলে দাবি করা হয় আবেদনপত্রে।

আরো পড়ুন:
বিতর্কে জড়ালেন ‘হাওয়া’র অভিনেত্রী নাজিফা তুষি
মানিকগঞ্জে সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ তরুণীর

এতে বলা হয়, ‘হামলাকারীদের একজন হামলার ১০ মিনিট পূর্বে মেইন গেটে উক্ত সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদ হাসানের (প্রাণিবিদ্য -৪৭ ব্যাচ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) সাথে ব্যানার টানানোর কাজ করছিলেন। তারা তাকে ফলো করেন এবং ফোন করে অন্যান্যদের জড়ো করেন। হামলার পরিকল্পনা বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে ওভার ব্রিজে তারা তার পথ রোধ করে এলোপাথাড়িভাবে আঘাত করে এবং পরবর্তীতে ক্যাম্পাসে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেয়।’

হামলাকারীরা ৪৭ ব্যাচ ও শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছিল বলে জানান আরিফ। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ক্যাম্পাসে তার স্বাভাবিক শিক্ষাক্রম ও নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দাবি জানান আরিফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

আগস্ট ০২ ,২০২২ at ১০:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/এসএম