বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে আটক

টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ছেলে রাশেদ মিয়াকে (৩০) আটক করেছে। মঙ্গলবার (০২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আলী আজগর (৬৫) উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদ মানসিক ভারসাম্যহীন। রাতে হঠাৎ কুড়াল দিয়ে তার বাবা আলী আজগরকে এলোপাতারি মাথায় কুপিয়ে হত্যা করে রাশেদ। এ ঘটনার পর পরই রাশেদ মসজিদে গিয়ে ইমামকে হত্যার বিষয় জানায় ও মাইকে প্রচার করতে বলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ অভিযুক্ত রাশেদকে আটক করেছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাশেদ দীর্ঘ পাঁচ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলেও ওসি জানান।

অগাস্ট ০২,২০২২ at ১২:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/রারি