ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঠাকুরগাঁওয়ে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
সভাপতি সজিব সাধারণ সম্পাদক ইমরান তারুন্য নির্ভর ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নতুন কমিটি
বড়াল নদীর পার দখল করে ভবন নির্মাণে ইউএনও’র উচ্ছেদ অভিযান!

জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন প্রমুখ। সভায় উল্লেখিত দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে সকল প্রকার সিদ্ধান্ত গৃহীত হয়।

আগস্ট ০১ ,২০২২ at ২১:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/এসএম