শিবচরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদারীপুর শিবচর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া অফিস আয়োজনে ঐতিহাসিক হাতির বাগান মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ।

দক্ষিণ বাঁশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আমজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আতাহার বেপারি, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া কর্মকর্তাবৃন্দ, ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত ভাল মানের খেলা দেখিয়েছে। তাদের খেলা দেখে দর্শক মুগ্ধ হয়েছে। আশা করি, এরাই একদিন জাতীয় দলের খোলোয়াড় হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হতে হবে। যারা নিজেদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করেছে, তারা দুই ক্ষেত্রেই ভালো করেছে।

জুলাই ৩১,২০২২ at ২২:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আহোব/রারি