এবার দেয়া হবে শিশুদের টিকা

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন ইপিআই বিভাগের পরিচালক শামসুল হক।

শনিবার (৩০ জুলাই) দুপুরে ১৫ লাখ দুই হাজার চারশো ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে বলে জানান তিনি। ইপিআই পরিচালক বলছেন, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। খুব শিগগিরই স্থান ও সময় জানানো হবে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মত পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেয়া হবে।

প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচীর আওতায় আনা হবে বলে জানান তিনি। ইতোমধ্যে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজার টিকার প্রায় ১৫ লাখ ডোজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। পর্যায়ক্রমে বাকী টিকাও সময়মত এসে পৌঁছাবে।

জুলাই ৩১,২০২২ at ১১:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/গকা/রারি