যশোর বাস মালিক সমিতির নির্বাচন : সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক আরিফ

উৎসবমুখর পরিবেশে যশোর বাস মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান বাবলু। সাধারণ সম্পাদক হয়েছেন এএসএম আরিফ চাকলাদার। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আরএন রোডে সমিতির প্রধান কার্যালয়ে ১২৭ ভোটারের মধ্যে ১২৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১ জন প্রার্থী। বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক।

সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাস প্রতীকের বদরুজ্জামান বাবলু। তিনি পেয়েছেন ১০১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উড়োজাহাজ প্রতীকের আব্দুর রহমান পেয়েছেন মাত্র ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দোয়াতকলম প্রতীকের এএসএম আরিফ চাকলাদার। প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থী গরুর গাড়ি প্রতীকের মিজানুর রহমান ৪২ ও বাইসাইকেল প্রতীকের আরিফুল ইসলাম রিয়াদ পেয়েছেন ৩৫ ভোট। সহসভাপতির তিনটি পদে বিজয়ী হয়েছেন ৬৩ ভোট পেয়ে ফুটবল প্রতীকের সরোয়ার হোসেন, একই সংখ্যক ভোট পেয়ে কলস প্রতীকের দৌলত হোসেন হান্নান ও ৬১ ভোটে বিজয়ী হয়েছেন হরিণ প্রতীকের মোহন লাল কুন্ডু। প্রতিদ্বন্দ্বী দু’প্রার্থী খেজুর গাছ প্রতীকের গোলাম মাওলা পেয়েছেন ৩৩ ও চেয়ার প্রতীকের সুবেদার আনোয়ার হোসেন পেয়েছেন ৫৭ ভোট।

যুগ্ম সম্পাদক পদে প্রাইভেটকার প্রতীকের বদরুজ্জামান ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাছ প্রতীকের বিশ্বজিৎ ঘোষ পেয়েছেন ৫১ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছাতা প্রতীকের শেখ জালাল উদ্দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৪০ ভোট। ৯১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তালা চাবি প্রতীকের মাসুম হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বই প্রতীকের আব্দুর রহিম মনা পেয়েছেন ৩০ ভোট। ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোরগ প্রতীকের অসীম কুমার দত্ত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেবিল প্রতীকের মেহেদী হাসান হিরু পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া, কার্যকরী সদস্যের দু’টি পদে যথাক্রমে ৭৬ ও ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আম প্রতীকের সোহাগ রানা ও মাইক প্রতীকের এনামুল হক।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মুন্না হোসেন পেয়েছেন ৫৩ ভোট। বিজয়ী ১১ জন আগামী পাঁচ বছরের জন্য যশোর বাস মালিক সমিতির নেতৃত্বে থাকবেন। বেশ কয়েক বছর পর বাস মালিক সমিতির এ নির্বাচনে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। সুষ্ঠুভাবে নির্বাচন শেষে হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রার্থীরা। একইসাথে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে যশোরের পরিবহন সেক্টর ও বাস মালিক সমিতির উন্নয়নে কাজ করে যাবেন বলে বিজয়ী প্রার্থীরা জানান।

জুলাই ২৮,২০২২ at ২১:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/গকা/রারি