নির্বাসখোলার দুই স্কুলের ১২ শিক্ষার্থী পেল বাইসাইকেল

যশোরের ঝিকরগাছার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষে ইউনিয়ন পরিষদের এডিপি বরাদ্দ হতে এ বাইসাইকেল ক্রয় করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে বাইসাইকেল বিতরণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ খায়রুজ্জামান।

ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মালেক। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ¦ শাহাদৎ হোসেন, শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক আব্দুল বারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জমির হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ইউপি সদস্য আব্দুর রব, আয়নাল হক প্রমূখ। শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- তাসমিরা খাতুন, সাউদিয়া খাতুন, সাদিয়া খাতুন, হাসি খাতুন, জান্নাতুল ফেরদৌস, মনিষা মনি মিতু এবং নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুরাইয়া খাতুন, খাদিজা খাতুন, অর্পিতা মন্ডল, লিয়া খাতুন, মনিকা খাতুন ও মোহনা মল্লিককে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

জুলাই ২৮,২০২২ at ১৮:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি