কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্টিত

কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন। কর্মশালাতে রিসোর্স পারসন হিসাবে মাদকের অপব্যাবহার রোধে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে¥ ডাঃ তুলফা এনাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেন আক্তার।

কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমারের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও শোয়াইবনগর মাদ্রাসার অধ্যক্ষ। কর্মশালায় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন অংশগ্রহন করেন।