নড়াইলে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহন।

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে ব্যাপক গ্রহন করা হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলে।

আরো পড়ুন:
লালপুরে এক নারীর রহস্যজনক মৃত্যু।
অভয়নগরে জানালার গ্রিল কেটে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালঙ্কার চুরি

সভায় আগামী ৫ আগষ্ট পালন উপলক্ষে সকালে কোরআন খানি, শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বাদ জোহর মসজিদে দোয় ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে, বিকেলে বঙ্গবন্ধু চত্বরে গাছের চারা বিতরণ এবং বীরশ্রেষ্ঠ নূর মোহামদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলার কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত হয়েছে।

জুলাই ২৬,২০২২ at ১৭:৫৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ /শুস/এসএম