কাহালুতে ভ্রাম্যমান আদালতে মাছধরা অবৈধ জাল জব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মাছধরা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন ।”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”’এই প্রতিপাদ্য সামনে নিয়ে, বগুড়া কাহালুতে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে। মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে ভ্রাম্যমান আদালত কাহালু সদর ইউনিয়নে বুড়ইল গ্রামের দক্ষিণের মাঠ থেকে, মাছধরা অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। ৫ টি জাল প্রায় ৭ শত ৫০ ফুট দুয়ারী জালের অনুমান মূল্য প্রায় ২৪ হাজার টাকা।

আরো পড়ুন:
তালার পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা,এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খানম, মৎস্য সম্পাসরণ অফিসার রায়হানাতুন নাহার, কাহালু থানার এসআই এনামুল হক, উক্ত জালগুলো আগুনে পুড়ে ফলে।

জুলাই ২৬,২০২২ at ১৬:০৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাবু/এসএম