চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি, পুরস্কার বিতরণী ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মস‚চি পালন করা হয়।

রোববার (২৪ জুলাই) সকাল ১০ টায় র‌্যালি শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তানভির আহম্মেদ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল মৎস্য চাষী হিসেবে রাম কৃষ্ণ ব্রহ্ম, বিজয় মন্ডল ও মোহাম্মদ শাহীদুল শেখকে পুরস্কিত করা হয়।

জুলাই ২৪,২০২২ at ১৫:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সারসা/রারি