শিবগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি পালিত

বগুড়ার শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা কমিটির আয়োজনে ২৪ জুলাই রবিবার বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে “ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফেসটুন, ব্যানারসহ বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম রাফিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মৎস্য চাষী রবিউল ইসলাম প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বেলা ১১.৪৫ ঘটিকার সময় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা পোনা মাছ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.কে.এম রাফিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্যচাষী ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, মৎস্যচাষী রবিউল ইসলাম প্রমুখ।

বেলা ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন কমিটির উদ্যোগে শহীদ হাফিজার রহমান অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সাকুর, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্যচাষী সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্যচাষী কার্প মিশ্রচাষ এ সফতার কারণে সাইফুল ইসলাম কে ও তেলাপিয়া মাছ চাষে সফতা অর্জন করায় রবিউল ইসলাম কে ক্রেস্ট প্রদান করা হয়।

জুলাই ২৪,২০২২ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সামি/রারি