গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে যাবে না রাবি!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার অধীনে রাবিসহ চারটি স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় নেই। আমরা ভবিষ্যতেও যাচ্ছি না।’

শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আগে ১৯ দিন ধরে পরীক্ষা হতো কিন্তু তা আমরা তিনদিনে নিয়ে এসেছি। প্রতি বছরই ভর্তি পরীক্ষা দিতে রাজশাহীতে কয়েক লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক আসেন, যাদের ধারণক্ষমতা রাজশাহী শহরে নেই। তাই আগামীতে আমরা বিভাগীয় শহরে পরীক্ষার বিষয়ে চিন্তা ভাবনা করছি।’

তিনি আরো বলেন, ‘তবে আমি এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমরা অ্যাকাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভায় আলোচনা করবো। যদি ভর্তি পরীক্ষা দেশের চারটি বিভাগে ছড়িয়ে দিয়ে ভর্তিচ্ছুদের কিছুটা কষ্ট লাঘব করতে পারি তাহলে আমরা এ বিষয়ে চিন্তা-ভাবনা করবো। তবে বাস্তবতা হলো, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের যে সংখ্যা তা রাজশাহী শহরের অবকাঠামো বা ধারণক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে।’

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. তারেক নুর, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ বছর ৪ হাজার ৬ শত ৪১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিবে। ৮০ টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে নেয়া পরীক্ষার পূর্ণমান ১০০। ১ ঘণ্টার ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০।

জুলাই ২৩,২০২২ at ২২:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/রারি